Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ইসলামপুর নবদিগন্ত ও শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়
বিস্তারিত

ইসলামপুর নবদিগন্তউচ্চ বিদ্যালয়

যোগাোযগ: 

সিংগাইর হইতে বাস যোগে সিরাজপুর বাজার অথবা হেমায়েতপুর হইতে সিরাজপুর বাজার এবং বাবু বাজার হইতে পাড়াগ্রাম বাজার।

ইতিহাস: ইসলামপুর মিয়া বাড়ী ও স্থানীয় জনগণের সহযোগিতায় 1994খ্রি: বিদ্যালয়টি আত্মপ্রকাশ করে।

 

 

শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়

যোগাযোগ:

সিংগাইর হইতে বাস বা যেকোন যানবাহনে বাঘূলী  বাজার অথবা হেমায়েতপুর হইতে বাঘূলী বাজার ।

 

ইতিহাস:

বিদ্যালয়টি 1972ইং সালে স্থানীয় শিক্ষানুরাগী মরহুম আতাউর রহমান মোল্লা, মরহুম মেহের আলী চেয়ারম্যান, মরহুম মমতাজ উদ্দিন খান, মরহুম মুকলেছুর রহমান, জনাব মোঃ আনোয়ার খান মেম্বার,  জনাব মোঃ
 আঃ হাই মেম্বার সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্নে স্থানীয় শিক্ষানুরাগী মরহুম হারিসুর রহমান মোল্লা সাহেব প্রধান শিক্ষক এর দায়িত্বভার গ্রহণ করিয়া বিদ্যালয়টিকে শিক্ষাদানের উপযোগী করিয়া তোলেন। বর্তমানে বিদ্যালয়টি শিক্ষাপ্রসারের লক্ষ্যে প্রয়োজনীয় ভূমিকা রাখিয়া চলিয়াছে।