Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কী সেবা কীভাবে পাবেন
বিস্তারিত

   

০১। নামজারী, জমাখারিজ ও জমা একত্রিকরণ নামজারী, জমাখারিজ ও জমা একত্রিকরণের মাধ্যমে জনগণের জমা জমির রেকর্ড হাল নাগাদ করা হয়ে থাকে। প্রতিনিয়ত জমি হসত্মামত্মর বা জমির মালিকানা পরিবর্তনের কারণে রেকর্ড হাল নাগাদ অপরিহার্য হয়ে পরে। বর্তমান অর্থ বছরে নামজারী, জমাখারিজ ও জমাএকত্রিকরণের জন্য ৫৩৭ টি আবেদন পাওয়া গেছে। যার মধ্যে যথাসময়ে ৫০৭ টি নামজারী, জমাখারিজ ও জমাএকত্রিকরণ সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট আবেদনগুলো যথাসময়ে নিষ্পত্তি করা হবে। উল্লেখ্য যে, দরখাসেত্মর ক্রম অনুযায়ী নামজারী সম্পন্ন করা হয়ে থাকে।

    ০২। খাস জমি ব্যবস্থাপনা : সরকারের ০১ নং খতিয়ানের জমিই মূলত খাস জমি হিসেবে পরিচিত। ০১নং খতিযানের জমি চিহ্নিতকরণ, অবৈধ দখল মুক্ত রাখা এবং তা ভূমিহীনদের মাঝে বিতরণ করা হয়। বর্তমানে নলছিটি উপজেলায় মোট খাস জমির পরিমান ৮২.৭৭ একর।

    ০৩। অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা সংক্রামত্ম : নলছিটি উপজেলার মোট অর্পিত সম্পত্তির পরিমান প্রায় ২৬৪২.২৩ একর। এ সম্পত্তির তালিকা অর্থাৎ ভিপি সেন্সাস তালিকা সংরক্ষণসহ ভিপি লীজ কেস নবায়ন এবং অবৈধ দখলদারদের উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হয়।
    ০৪। সায়রাতমহল ব্যবস্থাপনাঃ
        (ক) হাট বাজারঃ অত্র উপজেলায় মোট হাট বাজারের সংখ্যা ২৪ টি এর মধ্যে ২১ টি ইজারা দেওয়া হয়েছে।
        (খ) জলমহলঃ অত্র উপজেলায় ২০ একরের ঊর্দ্ধে ০২ টি জলমহাল রয়েছে। যার মধ্যে ০১ টি উন্মুক্ত জলমহাল।

    ০৫। ভূমি উন্নয়ন কর: ভূমি উন্নয়ন করের হাল ও বকেয়া দাবী নির্ধারণ ও আদায় করা ভূমি অফিসের অন্যতম একটি কাজ। ২০১৬-১৭ অর্থবছর

সাধারন দাবী মোট ৩৫৩৮৬৭৮/- টাকা, সংস্থার দাবী ৪৩২৪২০/- টাকা।

    ০৬। সার্টিফিকেট মামলা : ভূমি উন্নয়ন কর বকেয়া হলে সার্টিফিকেট মামলা দায়ের করা হয়। মোট ৫৭ টি সার্টিফিকেট মামলা চলমান আছে।

    ০৭। দেওয়ানী মামলা : সরকারী খাস বা ভিপি জমির বিরুদ্ধে জনসাধারন মালিকানা দাবী করে প্রচুর মামলা করে থাকে। এই মামলা গুলোর জবাব (এস.এফ) প্রেরণ করা হয় এবং দেওয়ানী মামলা রেজিস্টারে সঠিকভাবে উত্তোলন পূর্বক মামলা গুলো জি.পির মাধ্যমে পরিচালনা করা হয়।

    ০৮। এছাড়া বিভিন্ন প্রকার রেজিস্টার সংরক্ষণ করা হয়। রেজিস্টারগুলো নিম্নরূপ-

        (ক) জমাবন্দি রেজিস্টার (রেজিস্টার-১): এই রেজিস্টারে খতিয়ান নম্বর, ভূমি মালিকের নাম ও অংশ, ভূমি উন্নয়ন করের পরিমাণ, দাগ নম্বর, জমির শ্রেনি ও জমির পরিমান লিপিবদ্ধ থাকে।

        (খ) ক্যাশ বহি রেজিস্টারঃ কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য বরাদ্দকৃত অর্থের হিসাব লিপিবদ্ধ থাকে।

        (গ) বিবিধ আদায় রেজিস্টার (রেজিস্টার-৭) : বিবিধ আদায় যা ডিসিআর এর মাধ্যমে আদায় করা হয় তা এই রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়।

        (ঘ) খাস জমি রেজিস্টার (রেজিস্টার-০৮): ইহার চারটি অংশে বিভিন্ন প্রকার খাস জমি লিপিবদ্ধ থাকে।

            প্রথম অংশে- সাধারণের ব্যবহার্য্য সরকারি খাস জমি, দ্বিতীয় অংশে- বন্দোবসত্মযোগ্য খাস জমি, তৃতীয় অংশে- নিলাম খরিদ, পরিত্যক্ত, পুূনঃঅধিগ্রহণকৃত জমি যা খাস হিসেবে সরকারের উপর ন্যাসত্ম হয় এবং চতুর্থ অংশে- সিকসিত্ম জমির বিবরণ লিপিবদ্ধ থাকে।
        (ঙ) নামজারী রেজিস্টার (রেজিস্টার-IX):  রেকর্ড সংশোধনের জন্য প্রাপ্ত নামজারী, জমাখারিজ ও জমাএকত্রিকরণের আবেদন এই রেজিস্টারে লিপিবদ্ধ থাকে।
        (চ) সার্টিফিকেট রেজিস্টারঃ এই রেজিস্টারে সার্টিফিকেট মামলা সংক্রামত্ম তথ্য লিপিবদ্ধ করা হয়।
        (ছ) পরিদর্শন রেজিস্টার (রেজিস্টার-২৬): এই রেজিস্টারে পরিদর্মনকারী কর্মকর্তার নাম, পদবী, পরিদর্শনের তারিখ ও মমত্মব্য লিপিবদ্ধ থাকে।
        (জ) রেজিস্টার -৯৪ঃ এই রেজিস্টারে দাখিলা, সাধারন ডিসিআর ও ভিপি ডিসিআর এর হিসাব সংরক্ষণ করা হয়।
        (ঝ) স্টক রেজিস্টারঃ অফিসের স্টেশনারী মালামালের হিসাব সংরক্ষণ করা হয়।
        (ঞ) আসবাবপত্র রেজিস্টারঃ অত্র রেজিস্টারে আসবাবপত্রের হিসাব সংরক্ষণ করা হয়। (ট) ইনডেক্স রেজিস্টারঃ অফিসের বিভিন্ন নথি ও রেজিস্টার এন্ট্রি করা হয়।
        (ট) ইনডেক্স রেজিস্টারঃ অফিসের বিভিন্ন নথি ও রেজিস্টার এন্ট্রি করা হয়।
        (ঠ) রেজিস্টার-৬০ (পত্র প্রাপ্তি রেজিস্টার)ঃ অত্র রেজিস্টারে অত্রাফিসের যাবতীয় পত্র প্রাপ্তি এন্ট্রি করা হয়।
        ড) রেজিস্টার-৬১ (পত্র জারী রেজিস্টার)ঃ অত্র রেজিস্টারে অত্রাফিসের যাবতীয় ইস্যুকৃত পত্র এন্ট্রি করা হয়।

        (ঢ) দেওয়ানী মামলা রেজিস্টারঃ অত্র রেজিস্টারে দেওয়ানী মামলাসমূহের তথ্যাদি লিপিবদ্ধ করা হয়।

        (ণ) মৌজা ম্যাপ রেজিস্টারঃ অত্র রেজিস্টারে মৌজা ম্যাপের সংখ্যা লিপিবদ্ধ করা হয়।

            এছাড়াও সেন্সাস তালিকা, পিওন বই, হাজিরা খাতা, বরাদ্দ রেজিস্টার, বিল রেজিস্টার, বেতন বিল রেজিস্টার, পৌর/ইউপি ট্যক্স বিতরণ রেজিস্টার, আনষাংগিক প্রতিষ্ঠান বিল রেজিস্টার, ভ্রমণ বিল রেজিস্টার, কোর্ট ফি রেজিস্টার, সার্ভিস স্ট্যাম্প রেজিস্টার, প্রসেস রেজিস্টার, নৈমিত্তিক ছুটি রেজিস্টার, মুভমেন্ট রেজিস্টার এবং গার্ড ফাইল রেজিস্টার সংরক্ষণ করা হয়।