১১নং চান্দহর ইউনিয়নে ২ টি নদী ও ৮টি খাল রয়েছে। একটি চান্দহর নদী ও অপরটি কালিগঙ্গা নদী নামে পরিচিত। কালিগঙ্গা নদী বাংলাদেশের উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের মানিকগঞ্জ ও ঢাকা জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৭৮ কিলোমিটার, গড় প্রস্থ ২৪২ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক কালিগঙ্গা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নদী নং ০৯। এটি চান্দহর ইউনিয়ন দিয়ে বয়ে গেছে। অপর নদী টি ধল্লেশ্বরী শাখা চান্দহর নদী নামে পরিচিত। নদীটির প্রবাহ সর্পিলাকৃতি এবং এর দুটি শাখা রয়েছে। প্রধান শাখাটি মানিকগঞ্জের উত্তর দিয়ে প্রবাহিত হয়ে মানিকগঞ্জের দক্ষিণে অপর শাখা কালীগঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। বুড়িগঙ্গা একসময় ধলেশ্বরীর একটি শাখা নদী ছিল এবং এর প্রবাহ পুনরায় ধলেশ্বরীতেই পতিত হতো। নারায়ণগঞ্জের কাছে ধলেশ্বরী শীতলক্ষ্যা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং এটি অপর দিকে চান্দহর নদীতে মিলিত হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS